সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন বাংলাদেশে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ১৩ বছরে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা ফের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়

মাহিন্দা ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৫, ২০২২
মাহিন্দা ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার (১৫ জুলাই) একটি অন্তর্বর্তী আদেশে জানিয়েছে, ২৮ জুলাই পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না এই দু’জন।

ডেইলি মিরর জানিয়েছে, সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিভক্ত বেঞ্চ একটি অন্তর্বর্তী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পিটিশন দায়ের করা হয়।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডব্লিউ ডি লক্ষ্মণ এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এস আর অ্যাটিগ্যালসহ অন্যরা তাদের আইনজীবীদের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ২৭ জুলাই পর্যন্ত দেশত্যাগ করবেন না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালও আদালতকে জানিয়েছেন যে তিনিও সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া দেশত্যাগ করবেন না।

পাঁচ সদস্যের সুপ্রিম কোর্টের এই বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, বিচারপতি বুওয়ানেকা আলুভিহারে, বিচারপতি প্রিয়ন্ত জয়বর্ধন, বিচারপতি বিজিথ মালালগোদা এবং বিচারপতি এল টি বি ডেহিডেনিয়া।

আবেদনকারীরা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল, ডব্লিউ ডি লক্ষ্মণ এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এস আর অ্যাটিগ্যালকে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আবেদন করেছিলেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ