বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

মায়ামিতে ১২৬ যাত্রী নিয়ে অবতরণ করতেই বিমানে আগুন

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২২, ২০২২
মায়ামিতে ১২৬ যাত্রী নিয়ে অবতরণ করতেই বিমানে আগুন

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ জন যাত্রীসহ রেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণ করতে না করতেই এতে আগুন লাগে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বুধবার প্রকাশিত বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, রেড এয়ারের ফ্লাইটটি অবতরণের পর এর সামনের দিকের একটি ল্যান্ডিং গিয়ার বিকল হলে উড়োজাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে। রেড এয়ার ডমিনিকান রিপাবলিকের স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা।

টুইটার বার্তায় মায়ামি কাউন্টির ফায়ার সার্ভিস জানায়, উড়োজাহাজের সামনের দিকে নাকের মত অংশে অবস্থিত ‘ফ্রন্ট ল্যান্ডিং গিয়ার’ বিকল হওয়ার কারণেই এ দুর্ঘটনার সূত্রপাত।

মায়ামির উড্ডয়ন বিভাগের মুখপাত্র গ্রেগ চিন জানান, উড়োজাহাজটি ডমিনিকান রিপাবলিকের সান্তো দোমিঙ্গো শহর থেকে মায়ামিতে এসেছিল। এমডি-৮২ জেটলাইনার উড়োজাহাজটিতে ১২৬ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ৩ ব্যক্তি ছোটখাটো চোট পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি যাত্রীদের বাসের মাধ্যমে উড়োজাহাজ থেকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

টুইট বার্তায় মায়ামি কাউন্টির ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর সদস্যরা উড়োজাহাজ থেকে বের হয়ে আসা তেল সেখান সরিয়ে নেয়ার কাজ করছেন।

বিভিন্ন খবরে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের পাশে ঘাসের ওপর উড়োজাহাজটি থেমে আছে। এর আশেপাশের পুরো জায়গাটি ফায়ার সার্ভিস কর্মীদের নিক্ষেপ করা সাদা অগ্নিনির্বাপক কেমিকেলে ভরে গেছে। কমপক্ষে ৩টি ফায়ার সার্ভিস যান সেখানে থেমে থাকতে দেখা গেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ