সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেটে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। রোববার (১ মে) বেলা ৩টার পর তার দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে লাখো মানুষের অংশগ্রহণে সিলেট আলিয়া মাদরাসা মাঠে সাবেক এ অর্থমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাজার পর দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজায় আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লাখো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় পরিবারের পক্ষ থেকে মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টার দিকে আবুল মাল আবদুল মুহিতের মরদেহবাহী গাড়ি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ মিনারে লাশ পৌঁছানোর পরে তাঁর প্রতি সশস্ত্র সম্মাননা জানানো হয়। সেখানে মুহিতকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।