রাজধানীর প্রেস ক্লাবের সামনে ছেলে ও মেয়েকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শিরিন খান নামের এক নারী। শনিবার (২৯শে অক্টোবর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
নিজের জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে তারা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে তাদো স্বজনরা। দায়িত্বরত পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আত্মহত্যার চেষ্টাকারী শিরিন খান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়। ওই এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী নেতা তাদের বাড়ি ছাড়তে হুমকি-ধামকি দিচ্ছে। গত দুই মাস ধরে তারা বাড়ি যেতে পারছেন না। বিভিন্ন মহলে এ নিয়ে বিচার চাইলেও কোনো প্রতিকার পাননি।
কোনো উপায় না পেয়ে সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।