সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করবে না মালদ্বীপ: মুইজ্জু বার্সেলোনার দুর্দান্ত জয় ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাবেক এনবিআর চেয়ারম্যান ও মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২৪
মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬

মিয়ানমারে টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো ৭৭ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সরকারি তথ্যের বরাতে এসব জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার। খবর আলজাজিরার।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, নিহতের এই সংখ্যা আরও বেশি হতে পারে। সংস্থাটি বলছে, বিভিন্ন সূত্র তাদের জানিয়েছে শত শত মানুষ মারা গেছে। আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। প্রায় ৬ লাখ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো ইয়াগি। এই ঝড়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস ও ফিলিপাইনে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এই টাইফুনের প্রভাবে মিয়ানমারে অন্তত ৯টি অঞ্চল ও রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এদের মধ্যে রাজধানী নেইপিদো ও মধ্য মান্ডালয় অঞ্চল, কায়াহ, কায়িন ও শান রাজ্য রয়েছে।

ভয়াবহ বন্যা মোকাবিলায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর)বিদেশি সহায়তার জন্য বিরল আবেদন জানান মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা সরবরাহ করতে সরকারি কর্মকর্তাদের বিদেশি দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণে গিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। তবে এর আগে মিয়ানমারের সামরিক বাহিনী বিদেশি মানবিক সহায়তায় বন্ধ করে দিয়েছিল।


এ বিভাগের অন্যান্য সংবাদ