শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা সাখাওয়াত ‘বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে’ পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ আমাদের ঘৃণা করে এমন দেশের সঙ্গে বাণিজ্য নয়: রিজভী ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ আওয়ামী লীগের প্রভাবশালীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশ নিয়ে ভারতীয় ৪৯ গণমাধ্যমে গুজবের ছড়াছড়ি ‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’ দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও ভোগ্যপণ্যে নাভিশ্বাস অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয় বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মিয়ানমার সংকট : হাসিনার সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের

অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২৪
মিয়ানমার সংকট : হাসিনার সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের

মিয়ানমার ইস্যু নিয়ে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সীমান্তে উত্তেজনার জেরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শতাধিক সদস্য। বাংলাদেশের মাটিতে এসে পড়ছে মর্টারের গোলা। এর আগে সম্প্রতি ভারতেও এভাবে মিয়ানমারের অনেক ৬০০ সেনা প্রবেশ করে।

ভারত সরকারের কয়েকটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, গত সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই ভারতের উচ্চপর্যায়ের সফর। তবে এ সফর আনুষ্ঠানিক নয় বলে জানা গেছে।

সূত্র বলছে, নিরাপত্তা ইস্যুতে আলাপ করতেই বাংলাদেশে এসেছিলেন অজিত দোভাল। আলোচনায় ছিল মিয়ানমার সীমান্ত ইস্যু। আজ মঙ্গলবার তিনদিনের ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের। এর আগে বাংলাদেশে এসে ঘুরে গেলেন দোভাল।

আরেক সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গত শনিবার বাংলাদেশে আসেন অজিত দোভাল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। গত রোববার দেশে ফিরে যান তিনি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ এবং ভারত— দু’দেশেরই দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার এবং ভারত-মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৪৩ কিলোমিটার।


এ বিভাগের অন্যান্য সংবাদ