বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়ক জিন লুইস দেখা করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে জেন লুইস এ সাক্ষাৎ কেরন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র জানায়, মঙ্গলবার বেলা ২টায় জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়ক জিন লুইসের নেতৃত্বে একটি দল চেয়ারপারসনের কার্যালয়ে আসে। তারা সেখানে প্রায় দেড় ঘণ্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকের সময় জিন লুইসের সঙ্গে প্রতিনিধি হিসেবে ছিলেন রেবেকা ভিকে। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।