শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’ ২৬ বছর পর ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর শঙ্কা ‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ডিসেম্বরে নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বরের বদলে জুনে ভোট হলে সমর্থন দেবেন না বিএনপি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি সিন্ধু চুক্তি স্থগিতের মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে! সমাধান আলোচনাতেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুন ৯, ২০২৪
মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম নিয়ে সমালোচনা থামছেই না। এই স্টেডিয়ামের ড্রপইন উইকেট ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠেছে। এই মাঠে এবার নেদারল্যান্ডসের দেয়া স্বল্প রান তাড়া করতে নেমে অঘটনের শিকার হতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের বীরত্বে কোনোমতে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আরও একবার আইসিসির টুর্নামেন্টে দ. আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা।

শেষ পর্যন্ত অবশ্য দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ের বিপরীতে ওয়ানডে ধাচের ব্যাটিং করে তারা কঠিন এক লড়াইয়ে দলকে জয় পাইয়ে দিয়েছেন। এই জয়ে মিলারের অবদানকে বিশেষ বলতেই হবে। কারণ বিরুদ্ধ পরিস্থিতিতেও শেষ পর্যন্ত দাঁত কামড়ে ক্রিজে টিকে ছিলেন তিনি। শেষে দলের প্রয়োজনে হাত খুলেছেন এবং জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১০৩ রান করতে পারে নেদারল্যান্ডস। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৭ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এ নিয়ে টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে নেদারল্যান্ডস। ডাচরা অবশ্য ম্যাচ খেলেছে ২টি।


এ বিভাগের অন্যান্য সংবাদ