বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুন ৯, ২০২৪
মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম নিয়ে সমালোচনা থামছেই না। এই স্টেডিয়ামের ড্রপইন উইকেট ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠেছে। এই মাঠে এবার নেদারল্যান্ডসের দেয়া স্বল্প রান তাড়া করতে নেমে অঘটনের শিকার হতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের বীরত্বে কোনোমতে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আরও একবার আইসিসির টুর্নামেন্টে দ. আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা।

শেষ পর্যন্ত অবশ্য দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ের বিপরীতে ওয়ানডে ধাচের ব্যাটিং করে তারা কঠিন এক লড়াইয়ে দলকে জয় পাইয়ে দিয়েছেন। এই জয়ে মিলারের অবদানকে বিশেষ বলতেই হবে। কারণ বিরুদ্ধ পরিস্থিতিতেও শেষ পর্যন্ত দাঁত কামড়ে ক্রিজে টিকে ছিলেন তিনি। শেষে দলের প্রয়োজনে হাত খুলেছেন এবং জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১০৩ রান করতে পারে নেদারল্যান্ডস। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৭ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এ নিয়ে টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে নেদারল্যান্ডস। ডাচরা অবশ্য ম্যাচ খেলেছে ২টি।


এ বিভাগের অন্যান্য সংবাদ