মিশরে একটি গির্জার ভেতরে আগুনে কমপক্ষে ৪১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) দেশটির গিজা শহরে অবস্থিত গির্জাটির অভ্যন্তরে অগ্নিকাণ্ডের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, মৃতদের মধ্যে অনেক শিশু থাকতে পারে।
একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, আবু সিফিন গির্জায় সেসময় প্রায় ৫০০০ প্রার্থনাকারী উপস্থিত ছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়। আগুন ও পদদলিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক মৃতের সংখ্যা ৩৫ বলে ধারণা করা হলেও পরবর্তিতে তা ৪১ জনে দাড়ায়। মিশরের প্রেসিডেন্ট সিসি রবিবার সকালে এক ফেসবুক বার্তায় অবিলম্বে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বার্তায় সিসি বলেন, ‘নিরাপরাধ নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ সূত্র: ডেইলি মেইল