বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

মিয়ানমারের দুই গ্রামের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে জান্তা বাহিনী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৪, ২০২২
মিয়ানমারের দুই গ্রামের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে জান্তা বাহিনী

ক্ষমতাসীন জান্তা সরকারের নির্দেশে মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় সেখানের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সাগাইং অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রায় সংঘাতে জড়াচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা।

সেনা সদস্যরা গত সপ্তাহে কিন, আপার কিন ও কে তাউং গ্রামে শত শত বাড়িঘরে আগুন দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

কিনের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জান্তা বাহিনীর তাণ্ডবে কিন গ্রামের মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সেনারা গুলি করে অগ্রসর হচ্ছিল। আমার বাড়িসহ প্রায় দুইশ বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এএফপির প্রকাশিত ভিডিওতে ওই গ্রাম থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

কে তাউং গ্রামের এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের পাশাপাশি আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রেও ওই সব গ্রামে আগুন দেয়ার ঘটনার সত্যতা মিলেছে।

তবে সৈন্যরা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা। একই সঙ্গে ‘সন্ত্রাসী’ পিডিএফের যোদ্ধারা আগুনের সূত্রপাত করেছে বলে অভিযোগ করেছে সামরিক সরকার।


এ বিভাগের অন্যান্য সংবাদ