মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:০৬ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের জান্তা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও হত্যা-নির্যাতনের ঘটনায় এবার এক মন্ত্রীসহ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, বিদেশি সামরিক কর্মকর্তাদের মিয়ানমারে সফরের বিষয়ে মধ্যস্থতার দায়িত্বে থাকা অস্ত্র ব্যবসায়ী কিয়াও মিন ও নিষেধাজ্ঞার তালিকায় আছেন। বিমানবাহিনীতে অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহকারী তার প্রতিষ্ঠান স্কাই অ্যাভিয়েটরের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিল থেকে জানানো হয়েছে, মিয়ানমারের এক মন্ত্রী, প্রধান বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। গত ফেব্রুয়ারির পর এই প্রথম মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় জোট। সব মিলিয়ে তাদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো মিয়ানমারের ৮৪ ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠান।

মিয়ানমারের মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে হটিয়ে জান্তা সরকার ক্ষমতা দখলের পর ২ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের হিসাবে এই সময়ে সরকারি দমন অভিযানে বাস্তুচ্যুত হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর ১০ লাখের বেশি মানুষ। সূত্র: ইউপিআই

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:২৩:০৬ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২

মিয়ানমারের জান্তা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও হত্যা-নির্যাতনের ঘটনায় এবার এক মন্ত্রীসহ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, বিদেশি সামরিক কর্মকর্তাদের মিয়ানমারে সফরের বিষয়ে মধ্যস্থতার দায়িত্বে থাকা অস্ত্র ব্যবসায়ী কিয়াও মিন ও নিষেধাজ্ঞার তালিকায় আছেন। বিমানবাহিনীতে অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহকারী তার প্রতিষ্ঠান স্কাই অ্যাভিয়েটরের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিল থেকে জানানো হয়েছে, মিয়ানমারের এক মন্ত্রী, প্রধান বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। গত ফেব্রুয়ারির পর এই প্রথম মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় জোট। সব মিলিয়ে তাদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো মিয়ানমারের ৮৪ ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠান।

মিয়ানমারের মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে হটিয়ে জান্তা সরকার ক্ষমতা দখলের পর ২ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের হিসাবে এই সময়ে সরকারি দমন অভিযানে বাস্তুচ্যুত হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর ১০ লাখের বেশি মানুষ। সূত্র: ইউপিআই