চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবির ঘটনায় আরো তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২৬শে অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ড্রেজারটির ভেতর থেকে আরো এক জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হলো। এখানো চার জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে কাস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।
উদ্ধার হওয়া নিহত চার জন হলেন- পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী। এছাড়া গতকাল উদ্ধার হওয়া মরদেহটি ছিলে একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকিরের।
সোমবার (২৪শে অক্টোবর) রাতে মীরসরাই উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিল ড্রেজারটি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেটি ডুবে শ্রমিক শাহীন, ইমাম, তারেক, মাহমুদ, আল আমীন, জাকারিয়া, আলম ও জাহিদ নিখোঁজ হন। এরা সবাই পটুয়াখালীর জৈনকাঠি এলাকার বাসিন্দা।