মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ নয়, সংকটের সমাধান করতে হবে বাংলাদেশকেই ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২৫% নির্ধারণ ও অগ্রিম ভ্যাট প্রত্যাহার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ড যা বললেন প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ ইনশাআল্লাহ আমরা উইন করমু: হামজা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল জাতীয় পার্টি জাতীয় বেইমান : ফারুক ‘পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না’

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট দেয়ার সময় জানালেন মন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৬, ২০২২
মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট দেয়ার সময় জানালেন মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আগামী দু’মাসের মধ্যে সব বীর মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সার্টিফিকেট ও আইড কার্ড তুলে দেয়া হবে। রোববার (২৬ জুন) নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, প্রথম পর্যায়ে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নড়াইল এবং গাজীপুর জেলার মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও আইডি কার্ড দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য জেলার মুক্তিযোদ্ধাদের সেসব দেয়া হবে।

তিনি বলেন, সারাদেশে ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করতে দুই মাসের বেশি সময় লাগবে না। ইতোমধ্যে অর্ধেকের বেশি তৈরি হয়েছে। বাকি সার্টিফিকেট ও আইডিগুলো তৈরির কাজও দ্রুততম সময়ে শেষ করা যাবে।

মন্ত্রী বলেন, এই সার্টিফিকেট ও কার্ড উপজেলায় পাঠানো হবে। সেখান থেকেই সেগুলো বিতরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছেন, তারা সার্টিফিকেট ও আইডি কার্ড দুটিই পাবেন। কিন্তু যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাদের জন্য শুধু ডিজিটাল সার্টিফিকেট দেয়া হবে।

তিনি বলেন, ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড যাতে কেউ জাল করতে না পারে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সার্টিফিকেটে ১৪ ধরনের এবং আইডি কার্ডে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রঞ্জিত কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ