মুক্তি পেলেন রাজীব গান্ধীর ৬ হত্যাকারী

- আপডেট সময় : ১১:৩৪:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় আসামিকে মুক্তি দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
শুক্রবার (১১ই নভেম্বর) এ নির্দেশ দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার।
এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি পেরারিভালনকে চলতি বছরের মে মাসে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। নলিনী-সহ বাকী দোষীরাও রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তারা প্রায় ২৩ বছর ধরে জেলবন্দি রয়েছেন।
তামিলনাড়–র শ্রীপেরমবদুরে ১৯৯১-এর ২১ মে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল।
পরে জানা যায়, শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল গোষ্ঠী এলটিটিই-এর ধানু নামে এক আত্মঘাতী নারী জঙ্গি নিজের সঙ্গে বোমা বেঁধে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় সাতজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের নির্দেশ দেয় ভারতের আদালত।
পরে প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন আসামিরা। সেই বিষয়ে সিদ্ধান্ত হতে দেরি হওয়ায় ২০১৪ সালে মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
এদিকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, এই সিদ্ধান্ত পুরোপুরি অগ্রহণযোগ্য।