ঢালিউড সুপারস্টার শাকিব খান ও পূজা চেরী অভিনীত গলুই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাতে সরকারি অনুদানের সিনেমাটির টিজার ইউটিউবে মুক্তি দেওয়া হয়।
জমবে মেলা শিরোনামের সিনেমাটির প্রথম গান (৯ এপ্রিল) ইউটিউবে মুক্তি পায়। জমবে মেলা গানিটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ এবং জেরিন।
এরআগে ৫ এপ্রিল ইউটিউবে সিনেমাটির টিজার মুক্তি দেওয়া হয়। আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া কথা রয়েছে।
খোরশেদ আলম খশরু প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।
২০২০-২১ অর্থ বছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি শাকিব খান অভিনীত প্রথম অনুদানের সিনেমা। আর এই সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরী৷
শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরীসহ আরো অনেকে।