বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি জঙ্গি নেতা মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে র্যাব-পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
হ্যালমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সামনে-পিছনে নিরাপত্তা বাহিনী-বেষ্টিত করে তাকে হাজির করা হয় কিশোরগঞ্জের ২ নং আমলগ্রহণকারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি নেতা মুফতি শফিকুর রহমানকে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যায় র্যাব। আজ বিকেলে তাকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আদালত সূত্র জানায়, ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ভৈরব থানায় তার নামে মোট ৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।