শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে মুশফিক-লিটনের ব্যাটে দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। ৫ উইকেট পড়ে যাওয়ার পর দিনভর লড়াই করলেন মুশফিকুর রহিম আর লিটন দাস। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ দিনশেষে ২৭৭/৫। শতক পেয়েছেন দুজনই। লিটন ২২১ বলে ১৩৫ আর মুশফিকুর রহিম ২৫২ বলে ১১৫ রানে অপরাজিত। ষষ্ঠ উইকেট জুটিতে এটি বাংলাদেশের রেকর্ড জুটি।
সকালে টস জিতেছিল বাংলাদেশই। ব্যাটিং বান্ধব উইকেটে স্বাভাবিকভাবে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু সেই উইকেটে লঙ্কান দুই পেসারের দাপটে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্ডোর সিম মুভমেন্টেই শেষ তামিম-মুমিনুল-সাকিবদের মতো অভিজ্ঞ ব্যাটাররা। পারেননি জয়-শান্তর মতো তরুণরাও। দিনের খেলার পৌনে এক ঘণ্টা হওয়ার আগেই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। নিন্দুক-সমালোচকরা তখন, কত রানে অলআউট হবে বাংলাদেশ- সেই হিসেব কষতে ব্যস্ত।
২৪ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশকে উদ্ধার করে লিটন-মুশফিক। লাঞ্চে যাওয়ার আগে তাদের প্রতিরোধেই স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৬। দ্বিতীয় সেশনটা আরও দৃঢ় মনোবলে খেলে হারায়নি আর কোনও উইকেট। রানও দাঁড়িয়ে যায় ১৫৩। তাতে দিন শেষে ষষ্ঠ উইকেটের জুটিটা দাঁড়িয়েছে ২৫৩ রানে। প্রথম দিনে ৮৫ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।