মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

মুসলিমদের নিয়ে মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি মিঠুনকে!

বিনোদন ডেস্ক
আপডেট : নভেম্বর ১২, ২০২৪
মুসলিমদের নিয়ে মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি মিঠুনকে!

প্রথমে সালমান খান (Salman Khan), তারপরে শাহরুখ খান (Shah Rukh Khan) আর এবার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা সদ্যই হুমকি পেয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, পাকিস্তান থেকে শাহাজ়াদা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে অভিনেতাকে। দাবি করা হচ্ছে, সম্প্রতি মিঠুন চক্রবর্তীর দেওয়া একটি বক্তৃতায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। আর সেই কারণেই তার বদলা নিতে চায় এই গ্যাংস্টার। ভিডিও বার্তায় অভিনেতাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। বলা হয়েছে, আগামী ১০-১২ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মিঠুন চক্রবর্তীর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে।

উপ নির্বাচনের আগে বঙ্গসফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি, এদিন সল্টলেকে বিজেপি-র সদস্য সংগ্রহ কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন মিঠুন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য রাখা হয়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেখানে শাহের সামনে দাঁড়িয়েই ২০২৬ নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তাঁকে।

সম্প্রতি ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে মিঠুনকে সম্মানিত করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এদিনের সভায় মিঠুনকে বিশেষ ভাবে অভিবাদনও জানানো হয়। এর পর বক্তৃতা শুরু করেছিলেন মিঠুন। তিনি বলেছিলেন, “অনেকে বলেন, আমি সামনে আসি। এর আগে মুড়ি-গুড় খেয়ে ৩৭ দিন প্রচার করেছি। কিন্তু ফলাফলে খুব দুঃখ পেয়েছি। সুকান্তদা বলছেন আর ৩ শতাংশ ভোট পেলেই জিতব আমরা। আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই। তাহলেই সামনে আসব আমি। আমরা কি ১ কোটি সদস্য করতে পারব? তাহলে আমিও কথা দিলাম, ২০২৬ সালে মসনদ আমাদের হবে, তার জন্য যা করতে হয়, সব করতে পারি।” (Amit Shah)

এছাড়াও এদিন মিঠুন বলেছিলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’

অভিনেতার এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই শহরের বেশ কিছু থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার জোড়াসাঁকো এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া, বৌবাজার থানায় এক ব্যক্তি মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিধাননগর দক্ষিণ থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে অভিনেতার তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এ বিভাগের অন্যান্য সংবাদ