সেব্রেনিৎসা গণহত্যার ২৭ বছর পূর্তির দিন এর জন্য ক্ষমা চাইলো নেদারল্যান্ডস। তবে এই গণহত্যা তারা করেনি। দেশটি ক্ষমা চেয়েছে এই মুসলিমদের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ার কারণে।
বসনিয়ার পোতোচারিতে ওই গণহত্যার ২৭ বছর পূর্তিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতেই নিজেদের ব্যর্থতার জন্য ক্ষমা চান ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলোংগ্রেন।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, ১৯৯৫ সালের ১১ই জুলাই বসনিয়ান সার্ব বাহিনী ৮ হাজার বসনিয়াক মুসলিমকে নির্মমভাবে হত্যা করে। সেই গণহত্যার সময় ডাচ শান্তিরক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সে সময় মুসলিমদের বাঁচাতে তারা ব্যর্থ হয়। সেই ব্যার্থতার কথা তুলে প্রকাশ্যে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইলেন প্রতিরক্ষামন্ত্রী ওলোংগ্রেন।
তিনি বলেন, সেদিন সেব্রেনিৎসার মানুষদের রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার মতো পরিস্থিতি তৈরিতে ডাচ সরকারেরও দায় ছিল। আমরা সে কারণে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
নিহতের স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যে কষ্ট হয়েছে তা লাঘব করা আমাদের পক্ষে সম্ভব নয়, এখন আমরা শুধু ইতিহাসকে সোজা চোখে দেখতে পারি।
এই গণহত্যা যখন সংগঠিত হয় তখন প্রায় চার বছর ধরে চলা বলকান যুদ্ধ শেষ দিকে। ১৯৯৫ সালের ১১ই জুলাই ওই যুদ্ধের বয়স তখন ৩ বছর ৮ মাস।
তখন বসনিয়াক মুসলিম অধ্যুষিত সেব্রেনিৎসার নিরাপত্তার যাবতীয় দায়িত্ব ছিল ডাচ ও জাতিসংঘ বাহিনীর ওপর। কিন্তু বসনিয়ান সার্ব বাহিনী এই নিরাপত্তা পাড়ি দিয়েই হামলা চালিয়ে আট হাজার মুসলিম হত্যা করে।
নিহতদের গণকবর দেয়া হয়। সার্ব বাহিনীকে ঠেকাতে না পারার জন্য সেসময় শান্তিরক্ষী বাহিনী, ডাচ সরকার এবং জাতিসংঘ তীব্র সমালোচনার মুখে পড়ে।
সেই গণহত্যার ২৭ বছর পার হয়ে গেছে। এই গণহত্যা ছাড়াও ওই যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল। সেব্রেনিৎসা হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে এর জন্য মূলত সাবেক যুগোস্লাভিয়াকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।