বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ

মুসলিম গণহত্যার ২৭ বছর পর ক্ষমা চাইলো নেদারল্যান্ডস

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৬, ২০২২
মুসলিম গণহত্যার ২৭ বছর পর ক্ষমা চাইলো নেদারল্যান্ডস

সেব্রেনিৎসা গণহত্যার ২৭ বছর পূর্তির দিন এর জন্য ক্ষমা চাইলো নেদারল্যান্ডস। তবে এই গণহত্যা তারা করেনি। দেশটি ক্ষমা চেয়েছে এই মুসলিমদের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ার কারণে।

বসনিয়ার পোতোচারিতে ওই গণহত্যার ২৭ বছর পূর্তিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতেই নিজেদের ব্যর্থতার জন্য ক্ষমা চান ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলোংগ্রেন।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, ১৯৯৫ সালের ১১ই জুলাই বসনিয়ান সার্ব বাহিনী ৮ হাজার বসনিয়াক মুসলিমকে নির্মমভাবে হত্যা করে। সেই গণহত্যার সময় ডাচ শান্তিরক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

সে সময় মুসলিমদের বাঁচাতে তারা ব্যর্থ হয়। সেই ব্যার্থতার কথা তুলে প্রকাশ্যে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইলেন প্রতিরক্ষামন্ত্রী ওলোংগ্রেন।

তিনি বলেন, সেদিন সেব্রেনিৎসার মানুষদের রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার মতো পরিস্থিতি তৈরিতে ডাচ সরকারেরও দায় ছিল। আমরা সে কারণে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

নিহতের স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যে কষ্ট হয়েছে তা লাঘব করা আমাদের পক্ষে সম্ভব নয়, এখন আমরা শুধু ইতিহাসকে সোজা চোখে দেখতে পারি।

এই গণহত্যা যখন সংগঠিত হয় তখন প্রায় চার বছর ধরে চলা বলকান যুদ্ধ শেষ দিকে। ১৯৯৫ সালের ১১ই জুলাই ওই যুদ্ধের বয়স তখন ৩ বছর ৮ মাস।

তখন বসনিয়াক মুসলিম অধ্যুষিত সেব্রেনিৎসার নিরাপত্তার যাবতীয় দায়িত্ব ছিল ডাচ ও জাতিসংঘ বাহিনীর ওপর। কিন্তু বসনিয়ান সার্ব বাহিনী এই নিরাপত্তা পাড়ি দিয়েই হামলা চালিয়ে আট হাজার মুসলিম হত্যা করে।

নিহতদের গণকবর দেয়া হয়। সার্ব বাহিনীকে ঠেকাতে না পারার জন্য সেসময় শান্তিরক্ষী বাহিনী, ডাচ সরকার এবং জাতিসংঘ তীব্র সমালোচনার মুখে পড়ে।

সেই গণহত্যার ২৭ বছর পার হয়ে গেছে। এই গণহত্যা ছাড়াও ওই যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল। সেব্রেনিৎসা হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে এর জন্য মূলত সাবেক যুগোস্লাভিয়াকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


এ বিভাগের অন্যান্য সংবাদ