উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ক্যাটাগরি ৩ মাত্রার হারিকেন ‘রোজলিন’। ভারী বৃষ্টিতে দেশটির প্যাসিফিক উপকূলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি অবকাঠামো। কাদা আটকে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ‘রোজলিনে’র প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেকুয়ালা শহর।
মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলটিতে আঘাত হানার পর হারিকেনের শক্তি হ্রাস পাচ্ছে।
অক্টোবরের শুরুতে মেক্সিকোতে ঘূর্ণিঝড় ওরল্যান আঘাত হানে। চার মাত্রার ঘূর্ণিঝড়টিতে তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।