সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

মেট্রোরেলে চাকরির বড় সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৮, ২০২২
মেট্রোরেলে চাকরির বড় সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দেবে। মোট ১৫ পদে ৩৩০ জনকে নিয়োগ দিতে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রাজস্ব)
পদ সংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর এবং ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএতে হিসাববিজ্ঞান/ ফিন্যান্স মেজর ও এমবিএ। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
বেতন গ্রেড: ৯

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং)
পদ সংখ্যা: ১
যোগ্যতা: মার্কেটিং বা ফিন্যান্সে স্নাতকোত্তর এবং ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএতে মার্কেটিং/ ফিন্যান্স মেজর ও এমবিএ। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। বেতন গ্রেড: ৯

পদের নাম: রাজস্ব কর্মকর্তা
পদ সংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএতে হিসাববিজ্ঞান/ ফিন্যান্স মেজর। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
বেতন গ্রেড: ১০

পদের নাম: মার্কেটিং অফিসার
পদ সংখ্যা: ২
যোগ্যতা: মার্কেটিং বা ফিন্যান্সে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএতে মার্কেটিং/ ফিন্যান্স মেজর। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
বেতন গ্রেড: ১০

পদের নাম: ট্রেন অপারেটর
পদ সংখ্যা: ২৯
যোগ্যতা: পদার্থবিদ্যা, রসায়ন, গণিতসহ প্রথম বিভাগে স্নাতক অথবা সমপর্যায়ের সিজিপিএ। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ১০

পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদ সংখ্যা: ১৭
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি কিংবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস টেকনোলজি অথবা সমমানের ডিগ্রি। ডিপ্লোমায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেড: ১০

পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)
পদ সংখ্যা: ১৯
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস টেকনোলজি কিংবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি বা ডিপ্লোমা ইন ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিংবা সমমানের ডিগ্রি। ডিপ্লোমায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেড: ১০

পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল-রোলিং স্টক)
পদ সংখ্যা: ৪
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিগ্রি। ডিপ্লোমায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেড: ১০

পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল-রোলিং স্টক)
পদ সংখ্যা: ১১
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি ডিগ্রি। ডিপ্লোমায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেড: ১০

পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্স অথবা ব্যবসায় প্রশাসনে ন্যূনতম স্নাতক ডিগ্রি। প্রথম শ্রেণি কিংবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন গ্রেড: ১৪

পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার
পদ সংখ্যা: ৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। সরকার অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
বেতন গ্রেড: ১৬

পদের নাম: সেমি স্কিল্ড মেইনটেইনার
পদ সংখ্যা: ৭৮
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স/ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং/ ইলেকট্রনিকস কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন/ অটোমোটিভ/ অটোমোবাইল/ বিল্ডিং মেইনটেন্যান্স অ্যান্ড কন্সট্রাকশন/ ওয়েল্ডিং ও ফেব্রিকেশন বা সমমানের ডিগ্রি। এইচএসসিতে (ভোকেশনাল) জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
বেতন গ্রেড: ১৬

পদের নাম: সহকারী স্টোর কিপার
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এইচএসসি (ভোকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস কিংবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স বা সমমানের ডিগ্রি। এইচএসসিতে (ভোকেশনাল) জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
বেতন গ্রেড: ১৬

পদের নাম: টিকিট মেশিন অপারেটর
পদ সংখ্যা: ৮০
যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। সরকার অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে দক্ষতা কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে।
বেতন গ্রেড: ১৬

পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ৮০
যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। সরকার অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে দক্ষতা কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে।
বেতন গ্রেড: ১৬

সব পদেই প্রযোজ্য
শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সেটি পূরণ করতে হবে। পরে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পাঠাতে হবে। ফরম পাঠানোর ঠিকানা-পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরোনো এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২২


এ বিভাগের অন্যান্য সংবাদ