শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

মেসিবিহীন মিয়ামির আরও একটি হার

স্পোর্টস ডেস্ক
আপডেট : এপ্রিল ৪, ২০২৪
মেসিবিহীন মিয়ামির আরও একটি হার

লিওনেল মেসির দলে না থাকার সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে প্রতিপক্ষ দল। এবার কনক্যাকাফ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিয়ামিকে ২-১ গোলে হারিয়েছে মন্টেরি। ফলে সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে পড়েছে মেসির দল মিয়ামি।

বুধবারের (৩ এপ্রিল) ম্যাচ নিয়ে মিয়ামির টানা ৪টি ম্যাচ মিস করলেন মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের বাইরে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এ তারকা। যিনি গত ১৩ মার্চ থেকে রয়েছেন মাঠের বাইরে। এর মধ্যে এল সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার দু্টি প্রীতি ম্যাচও খেলতে পারেননি ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার।

মেসি না থাকলেও একাদশে ছিলেন মিয়ামির আরেক তারকা লুইস সুয়ারেজ। আগের ম্যাচে একটি গোল করেছিলেন উরুগুয়ের এই তারকা। গোল করলেও দলকে জেতাতে পারেননি তিনি। আর এই ম্যাচে গোলও পেলেন না সুয়ারেজ।

মাঠে নেমে ভালো শুরু করে মিয়ামি। ১৯ মিনিটেই লিডও নেয় তারা। এভাবে প্রথমার্ধে লিড রেখেই বিরতিতে যায় মিয়ামি। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কপাল পোড়ে তাদের। ৬৫ মিনিটে ডেভিড রুইজ লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিয়ামি। এই সুযোগ আর হাতছাড়া করেনি মন্টেরি। দুই গোল করে জয় নিশ্চিত করে সেমির দিকে এক ধাপ এগিয়ে যায় তারা।

প্রথম গোলটি মন্টেরি করেন ৬৯ মিনিটে। আর দ্বিতীয় গোলটি করেন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে। ফলে ২-১ ব্যবধানে হেরে প্রথম লেগ শেষ করে মিয়ামি।


এ বিভাগের অন্যান্য সংবাদ