মেসির নেতৃত্বে দল ঘোষণা আর্জেন্টিনার

- আপডেট সময় : ১১:২৪:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার দল ঘোষণা করলো আর্জেন্টিনা। শুক্রবার (১১ই নভেম্বর) বিকেলে টুইটারে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা। আর্জেন্টিনার হয়ে দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।
দলের অধিনায়ক এবং সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসির সাথে দলে যোগ দেবেন পাওলো দিবালা। সম্প্রতি এএস রোমার হয়ে পেনাল্টি নেওয়ার সময় আহত হওয়ার পর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় জাগে দিগবালার। তবে দিবালা যথাসময়ে মধ্যপ্রাচ্যে যাবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলাপর জন্য।
এক নজরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), জার্মান পেৎসেয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল)।
মিডফিল্ডার: রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), আলেক্সিস মাকআলিস্তার (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনসো ফার্নান্দেজ (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি)।