শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকার কি সঠিক পথে আছে, যা বলছে রাজনৈতিক দলগুলো দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশীরা সিন্ডিকেটের কাছে জিম্মি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা

মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা

স্পোর্টস ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৪
মেসির চলতি সপ্তাহেও ফেরার সম্ভাবনা নেই

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর মাঠে ফেরেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রত্যাবর্তনের ম্যাচে করেন জোড়া গোল। দারুণ জয় পায় মায়ামি। তবে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ফ্লোরিডার ক্লাবটি। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেড এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারল না টাটা মার্টিনো শিষ্যরা।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আটলান্টার এফসির বিপক্ষে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। দলটির হয়ে গোল করেন ডেভিড রুইস ও লিওনার্দো কাম্পানা। আর আটলান্টার হয়ে স্কোরশিটে নাম তোলেন সাবা লোবঝানিদজে ও আলেকসেই মিরানচুক।

এই ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি মেসি-সুয়ারেজের মতো তারকাদের। যা বেশ ভুগিয়েছে মায়ামিকে। বল দখলে শুরু থেকে এগিয়ে থাকলেও বেশকটি সুযোগ হাতছাড়া করে মায়ামি। অবশ্য এগিয়ে যেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দলটিকে। ম্যাচের ২৯তম মিনিটে ডি-বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রুইস।

১-০ গোলে পিছিয়ে পড়ে আক্রমণে যায় আটলান্টা। তবে মায়ামির জমাট রক্ষণ কিছুতেই পেরোতে পারছিল না ক্লাবটি। প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশকিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্লোরিডার ক্লাবটি। অবশ্য প্রথমার্ধের ব্যর্থতা ভুলে দ্বিতীয়ার্ধেই ছন্দে ফেরে আটলান্টা। ম্যাচের ৫৬তম মিনিটে সাবা লোবঝানিদজে দলকে সমতায় ফেরান।

সমতায় ফিরলেও দ্রুতই খেই হারায় আটলান্টা। মিনিট তিনেক পরই কাম্পানার গোলে ফের লিড নেয় মায়ামি। ম্যাচের ৬১তম মিনিটে মাঠে নামেন মেসি। তবে, এদিন আর্জেন্টাইন তারকাকে চেনা ছন্দে দেখা যায়নি। নামানো হয় সুয়ারেজকেও তিনিও সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ফের সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আটলান্টা। তবে, তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত করে দেন মায়ামির ফুটবলাররা। অবশ্য আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়নি দলটিকে।

ম্যাচের ৮৪তম মিনিটে দারুণ এক গোলে দলকে দ্বিতীয় দফায় সমতায় ফেরান আলেকসেই মিরানচুক। ম্যাচের একেবার শেষদিকে এমন ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মায়ামি। শেষমেশ ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের। এই ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ২৯ ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান মেসিদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ