রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

মেসি-এমবাপ্পে নৈপুণ্যে পিএসজির জয়

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২২, ২০২২
মেসি-এমবাপ্পে নৈপুণ্যে পিএসজির জয়

মেসি-এমবাপ্পে জাদুতে লিগ ওয়ানে অ্যাজাকসিওকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। মেসি একটি ও এমবাপ্পে জোড়া গোল করে পুরো ম্যাচে আধিপত্যও দেখিয়েছে পিএসজি।

হলুদ কার্ডে নাম থাকায় এই ম্যাচে ছিলেন না নেইমার। তবে নেইমারের অনুপস্থিতিতেও আক্রমণভাগকে ভালোই শক্তিশালী প্রমান করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধের শুরুতে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। সেটা মিস হলেও ২৪ মিনিটে ভুল করেননি এমবাপ্পে। লিওর পাস থেকে স্কোর করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এবারের লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এখন কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুমে লিগ ওয়ানে এমবাপ্পের ৬টি গোলে অ্যাসিস্ট করলেন মেসি।

এরপর ৩৭ মিনিটে সুবর্ণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি এমবাপ্পে। আশরাফ হাকিমির কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে ওয়ান-অন-ওয়ানে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। কিন্তু গোলের দেখা পাাওয়া যায়নি।

এরপর প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আসরে ১১ ম্যাচ খেলে ৬টি গোল করেন এই সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ৯ গোল।

৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এমবাপ্পে। এই গোলেও অবদান মেসির। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পাস বক্সের সামনে খুঁজে পায় এমবাপ্পেকে, নিচু শটে বাকিটা গত আসরের সর্বোচ্চ গোলদাতা।

১১ ম্যাচে ১০ গোল করে এককভাবে এবারের লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পে। তিনি পেছনে ফেললেন ৯টি করে গোল করা নেইমার ও লিলের জোনাথন ডেভিডকে।


এ বিভাগের অন্যান্য সংবাদ