মেসি-এমবাপ্পে জাদুতে লিগ ওয়ানে অ্যাজাকসিওকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। মেসি একটি ও এমবাপ্পে জোড়া গোল করে পুরো ম্যাচে আধিপত্যও দেখিয়েছে পিএসজি।
হলুদ কার্ডে নাম থাকায় এই ম্যাচে ছিলেন না নেইমার। তবে নেইমারের অনুপস্থিতিতেও আক্রমণভাগকে ভালোই শক্তিশালী প্রমান করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের প্রথমার্ধের শুরুতে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। সেটা মিস হলেও ২৪ মিনিটে ভুল করেননি এমবাপ্পে। লিওর পাস থেকে স্কোর করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এবারের লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এখন কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুমে লিগ ওয়ানে এমবাপ্পের ৬টি গোলে অ্যাসিস্ট করলেন মেসি।
এরপর ৩৭ মিনিটে সুবর্ণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি এমবাপ্পে। আশরাফ হাকিমির কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে ওয়ান-অন-ওয়ানে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। কিন্তু গোলের দেখা পাাওয়া যায়নি।
এরপর প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আসরে ১১ ম্যাচ খেলে ৬টি গোল করেন এই সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ৯ গোল।
৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এমবাপ্পে। এই গোলেও অবদান মেসির। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পাস বক্সের সামনে খুঁজে পায় এমবাপ্পেকে, নিচু শটে বাকিটা গত আসরের সর্বোচ্চ গোলদাতা।
১১ ম্যাচে ১০ গোল করে এককভাবে এবারের লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পে। তিনি পেছনে ফেললেন ৯টি করে গোল করা নেইমার ও লিলের জোনাথন ডেভিডকে।