উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই কিংবদন্তি লিওনেল মেসি। ইতিমধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। প্রথমে ঘোষিত দলে মেসির নাম ছিল। কিন্তু মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় মেসি চোট পান (Messi Injury Update)।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে অবশ্য জিতেছিল। এমনকি, সেই ম্যাচে মেসি গোলও করেছিলেন। কিন্তু খেলার সময় পাওয়া গুরুতর চোট ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে এই মাসের ২২ তারিখে উরুগুয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা।
তারপর আবার ২৬ তারিখ আর্জেন্টিনা নিজেদের মাঠে ব্রাজিলের মুখোমুখি হবে।
আর্জেন্টিনা দল কেমন হল, একবার দেখে নেওয়া যাকঃ এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মেইন পেজেলা, লিওনার্দো বেলেরদি, জুয়ান ফোয়থ, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্ডো মেডিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো। মিডফিল্ডার: লিয়ান্দ্রো প্যারেডেস, এনজো ফারনান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকিয়েল প্যালসিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোন।
ফরোয়ার্ড: জিলিয়ানো সিমিওনি, বেঞ্জামিন ডমিঙ্গুয়েজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকো পাস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্টিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।
ওদিকে আবার ব্রাজিল দলে নেইমারও খেলছেন না। চোটের কারণে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের দল থেকে নেইমারকে বাদ দেওয়া হয়েছে। ফলে, নেইমারের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এন্ড্রিককে দলে নেওয়া হয়েছে। অপরদিকে জানুয়ারি মাসে নেইমার তার প্রাক্তন ক্লাব সান্তোসে ফিরে আসেন। কিন্তু ক্যারিয়ারে লেগে থাকা চোট আবারও বাধা হয়ে দাঁড়াল।
নেইমার ২ মার্চ সান্তোসের হয়ে খেলেন। কলম্বিয়ার বিরুদ্ধে ২১ মার্চ এবং আর্জেন্টিনার বিপক্ষে ২৫ মার্চ খেলতে নামবে ব্রাজিল।