সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন বাংলাদেশে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার

মেসি-নেইমারে পিএসজির উড়ন্ত সূচনা

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৭, ২০২২
মেসি-নেইমারে পিএসজির উড়ন্ত সূচনা

ফ্রেঞ্চ লিগ ওয়ানে উড়ন্ত শুরু পেয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে গালতিয়েরের দল। নির্লিপ্ত গত মৌসুম কাটানো লিওনেল মেসি প্রথম ম্যাচেই পেয়েছেন জোড়া গোলের দেখা। দারুণ শুরুর পর কোচ জানালেন পিএসজির ডিএনএ-তেই রয়েছে গোল।

স্টেড গ্যাব্রিয়েল-মন্টপিড স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। শুরু থেকেই পিএসজির কাছে অসহায়ত্ব স্বীকার করতে দেখা গেছে ক্লেরমন্টকে। ম্যাচের ৯ মিনিটে মেসির বাড়ানো বলে গোল করে পিএসজিকে লিড এনে দেন নেইমার। এরপর ২৬ মিনিটে নেইমারের বাড়ানো বলে গোল করেন হাকিমি। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ৩-০ করেন মারকুইনহোস। এবারও বল বাড়ানোয় ছিলেন নেইমার।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে পিএসজি। তবে ক্লেরমন্টের অতি রক্ষণশীলতায় গোল আসতে সময় নিচ্ছিল। ম্যাচের ৮০ মিনিটে ফের নেইমারের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসি। তখনও শেষ হয়নি পিএসজির গোল উৎসব। ৮৬ মিনিটে পেরেদেসের লাফিয়ে ওঠা বাড়ানো বল বাইসাইকেল শটে ক্লেরমন্টের জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন মেসি।

দারুণ জয়ে পিএসজি ফুটবালারদের উপর তৃপ্ত নয়া কোচ গালতিয়ের। ম্যাচ শেষে জানিয়েছেন পিএসজির ডিএনএ-তেই রয়েছে গোলের নেশা।

‘প্রথম জয়ে অনেক তৃপ্ত আমি। ম্যাচে জয়লাভ ও পাঁচটি গোল করা গুরুত্বপূর্ণ। পিএসজির সবাই আক্রমণে নিজেদের প্রকাশ করেছে। আমাদের সবসময় দল হিসেবে খেলতে হবে, এবং এটি পুরো মৌসুম জুড়ে বজায় রাখতে হবে। অবশ্যই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যাচে গোল করা, আর পিএসজির ডিএনএ এবং এখানকার খেলোয়াড়দের ডিএনএ-তে গোল রয়েছে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ