গত বছরের মতো এবারও ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য এক মেট্রিক টন (১ হাজার কেজি) আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) দুপুরে উপহার হিসেবে পাঠানো আম ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানো হয়।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ‘আম ও ইলিশের কূটনীতি’ সম্পর্কটিকে আরও আনন্দদায়ক করে তুলছে।’
উল্লেখ্য গতবছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা আসামের মুখ্যমন্ত্রীকে আম উপহার দেওয়া হয়েছিল। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভুটান, মালদ্বীপ এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছেও আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।