শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

‘মোস্তাফিজকে জানিয়েছি, আমরা তোমাকে চাই’

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২১, ২০২২

বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার (২৩ মে) মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এরইমধ্যে দেশের ক্রিকেটাঙ্গন আলোচনা উঠেছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল নিয়ে। বিশেষ করে এই সফরে মোস্তাফিজুর রহমান টেস্ট খেলবেন কী খেলবেন না এটা নিয়েই আলোচনা চলছে বেশি।

মূলতা দেশের অন্যতম সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে থাকায় মোস্তাফিজকে দলে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নিজে থেকে লাল বলে খেলতে চাইছেন না তিনি। না খেলার কারণ হিসেবে মোস্তাফিজ আইপিএলে লম্বা সময় ধরে থাকার কথাই বলেছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, মোস্তাফিজ ফিজিক্যালি ফিট নয়, এটা ও বলতে পারে। তিনি বলেন, ‘তার লজিকটা হচ্ছে সে দুইমাস ধরে ওখানে আছে। অনেকদিন ধরেই বাইরে আছে। বলছে আমার লম্বা একটা সময় চলে যাচ্ছে। মানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি বলতে পারে সে ফিট না। আমরা বলেছি, তুমি আসো দেখা যাবে কি করা যায়। মনে হচ্ছে যে ও খেলতেও পারে। কিন্তু এটা আমরা কালকে জানতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দল নিয়ে আলোচানায় বসেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ তিন নির্বাচক। রোববার দল ঘোষণা উপলক্ষে আজ শনিবার (২১ মে) দুপুরে বৈঠকে বসেন তারা। মোস্তাফিজকে যে বিসিবি চাইছে টেস্ট দলে তাকে পরিস্কারভাবে জানিয়ে দেয়া হয়েছে।

জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা চাচ্ছি সে টেস্ট খেলুক। এটলিস্ট ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি, আমরা তোমাকে চাই। দেখা যাক সে কী বলে। এটা কালকের মধ্যেই পরিস্কার হয়ে যাবে। কালকেই দল পাবেন আপনারা, তখন বুঝতে পারবেন। কালকের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের টিম দিয়ে দেবে নির্বাচকরা, সেটা দেখলেই বুঝতে পারবেন।’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে। মোস্তাফিজ চাচ্ছিল না খেলতে। খেলতে হবে। কারণ, আমাদের দুইটা ফ্রন্ট লাইনের বোলার নাই। গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি মোস্তাফিজের সার্ভিস খুব গুরুত্বপূর্ণ এখানে। তার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে জানিয়েছি সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। আমার মনে হয় কালকে আপনারা টিম দিলে বুঝতে পারবেন।’


এ বিভাগের অন্যান্য সংবাদ