শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার গাজায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এগিয়ে কমলা অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল আমদানির পরেও কেন কমছে না ডিমের দাম? লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি ফিরছে না ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ অস্বস্তিতে ভারত কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড়ধসে ৬ জনের মৃত্যু সাগরে লঘুচাপ, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ‘বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না’ দল থেকে ছিটকে গেলেন জাদরান, ফিরলেন রশিদ দেশের মানুষ অস্থির সময় পার করছে: আমীর খসরু ৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া নতুন তরতাজা বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে ছাড়িয়েছে ৭ হাজার কোটি টাকা

ম্যাচ শেষে যা বললেন সোহান

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৩০, ২০২২
ম্যাচ শেষে যা বললেন সোহান

টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল, ছুটিতে সাকিব আল হাসান, বিশ্রামে আছেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়রদের ছাড়াই জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে এক ঝাঁক তরুণ্যের বাংলাদেশ। তারুণ্যনির্ভর দলটির অবশ্য শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করে হেরেছে ১৭ রানে।

শনিবার (৩০ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ জিম্বাবুয়ে। এদিন বাংলাদেশের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরে।

দুই জনের ৯১ রানে জুটিতে ভর করে ২০৬ রানের বিশাল লক্ষ্য দেয় স্বাগতিকরা। রাজা আড়াইশ স্ট্রাইক রেটে ৬৫ এবং মেধেভেরে ৪৬ বলে ৬৭ রান টি-টোয়ন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান এনে দেন।

দলের সেরা দুই বোলারের লাগামহীন বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। তার মতে, সামনের ম্যাচে কিছু ওভার ভালো করতে হবে।

ম্যাচ শেষে সোহান বলেন, ‘১০-১৫ রান কম হলে এটা আমাদের জন্য ইতিবাচক ম্যাচ হতে পারতো। আগামী ম্যাচে কিছু ওভার ভালো করার চ্যালেঞ্জ নিতে হবে। উইকেট খুবই ভালো ছিল। যে রানটা ছিল আশা করেছিলাম তাড়া করতে পারবো। সামনের ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছি।’

ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সিকান্দার রাজা বলেছেন, তারা ১৭০-১৮০ রান হলে জেতা সম্ভব বলে মনে করেছিলেন। ১৮৮ রান তুলে বাংলাদেশ অবশ্য তাকে ভুল প্রমাণ করেছে, ‘আমরা ভেবেছিলাম ১৭০-১৮০ রানই যথেষ্ট। ২০৬ রান হবে ভাবিনি। কিছু বল জোরে, কিছু বল নিচু হয়ে আসছিল। ওসব এখন আর ভাবনার বিষয় না।’


এ বিভাগের অন্যান্য সংবাদ