বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারালো লিভারপুল

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৬, ২০২৩
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে সামনে পেয়ে লিভারপুল জ্বলে উঠল আপন আলোতে। হয়ে উঠল উজ্জীবনী শক্তিতে বলীয়ান হয়ে ওঠা দল। যাদেরকে আটকানোর কোনো পথই খুঁজে পেল না ইউনাইটেড। হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধ যেমন-তেমন দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্সে প্রতিপক্ষের জালে গোল উৎসবে মাতলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

রোববার (৫ মার্চ) অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গুনে গুনে সাতটি গোল দিল লিভারপুল। যা মনে করিয়ে দেয় ২০১৪ সালের ব্রাজিল-জার্মানের ১-৭ গোলের কথা। লিভারপুল-ম্যানইউর ম্যাচটির প্রথমার্ধে গোল হয়েছে একটি। তাও শেষ মুহূর্তে। বাকি ছয়টি গোলই আসে দ্বিতীয়ার্ধে।

সাত গোলের মধ্যে দুইটি করে গোল করেন কোডি গাকপো (৪৩, ৫০), দারউইন নুনিয়েজ (৪৭, ৭৫) ও মোহাম্মদ সালাহ (৬৬, ৮৩)। ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুঁকেছেন রবার্তো ফিরমিনো (৮৮)। এই জয়ে শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার আশাটা বেঁচে থাকল লিভারপুলের।

চলতি মৌসুমের শুরু থেকে বারবার ছন্দ হারানো লিভারপুল ধারাবাহিকতা ধরে রাখতেই ধুঁকছিল। টানা চার ম্যাচে জয় না পাওয়ায় (তিন হার ও এক ড্র) ফেব্রুয়ারির শুরুতে তারা নেমে যায় পয়েন্ট তালিকার ৯ নম্বরে। এরপরই দলটির ঘুরে দাঁড়ানোর শুরু। আসরে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচ অপরাজিত (চার জয় ও এক ড্র) রয়েছে লিভারপুল।

লিভারপুলের কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেড ২৫ ম্যাচে ৪৯ পয়েন্টেই আটকে থাকল। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে ১৪ পয়েন্টে। সমানসংখ্যক ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৪২। তারা এই মুহূর্তে পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে থাকা টটেনহামের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৩।


এ বিভাগের অন্যান্য সংবাদ