রেমিট্যান্স পাঠানোর সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে এখন কোনও প্রশ্ন করবে না এক্সচেঞ্জ হাউসগুলো। ফলে যত খুশি তত প্রবাসী আয় পাঠাতে পারবেন তিনি। এক্ষেত্রে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনাও পাবেন।
আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের নির্দেশেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ৫ হাজার ডলার কিংবা ৫ লাখ টাকার বেশি প্রবাসী আয় পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে নথিপত্র জমা দিতে হতো। ফলে বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশিরা।
কিন্তু এখন অবাধে প্রবাসী আয় পাঠাতে পারবেন তারা। এ নিয়ে বিদেশে কেউ কোনও কিছু জানতে চাইবে না। দেশেও কেউ প্রশ্ন করবে না।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি প্রবাসী আয়ে প্রণোদনাদানে রেমিটারের কাগজপত্র বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে রেমিটারের কাগজপত্র ছাড়াই আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দেয়া হবে। আজ থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।