যশোর সীমান্তে ৬২টি স্বর্ণের বারসহ আটক ২

যশোর সংবাদদাতা
- আপডেট সময় : ১১:৪৪:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
ভারতে পাচারের সময় যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই জনকে আটক করা হয়। উদ্ধার এসব স্বর্ণে বাজার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি।
সোমবার (৭ই নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলাম (২৩)। এদের বাড়ি শার্শা উপজেলায় বলে জানা যায়।
এই বিষয়ে জানতে চাইলে নাভারণ সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোড়পাড়ার আমতলায় অভিযান চালিয়ে ৬২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।