রাজধানীর যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩ জন। আজ (শুক্রবার) ভোর ৬টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও পথচারীদের চাপা দেয় পিকআপ ভ্যান। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন চারজন। তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) সালমান রহমান।
তিনি বলেন, মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই পিকআপ ভ্যান চালক ও হেলপারকে আটকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।