সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

যানবাহনের চাপ ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে

খুলনা সংবাদদাতা
আপডেট : আগস্ট ২৪, ২০২২
যানবাহনের চাপ ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে

পদ্মা সেতু চালুর পর খুলনাসহ দক্ষিণাঞ্চলের সড়কে যানবাহনের চাপ বেড়েছে। কিন্তু এই অঞ্চলের সড়কগুলোর বেশিরভাগ অপ্রশস্ত। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা অঞ্চলের সাথে সংযুক্ত বিভিন্ন জেলার সড়কে যানবাহনের চাপ বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন পরিবহন যুক্ত হচ্ছে খুলনা-ঢাকা- চট্রগ্রাম রুটে। মোংলা বন্দরের গুরত্ব বাড়ায় চাপ বেড়েছে খুলনা মোংলা সড়কেও। সড়কপথে ঢাকা থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরেও যানবাহন চলাচল বেড়েছে। চালু হয়েছে দুরপাল­ার যানবাহন। এনকি যশোর থেকেও খুলনার এসব সড়ক দিয়ে বেড়েছে ঢাকামুখী যানবাহনের সংখ্য।

কিন্তু এসব এলাকার সড়কগওলো বেশিরভাগই সরু ও একমুখী। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের। তাই সড়ক ও সেতু কারভাটগুলোও প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের।

এসব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।

খুলনা সড়ক বিভাগের আওতায় ৪১৪ কিলোমিটার সড়ক আছে। এরমধ্যে জাতীয় মহাসড়ক ৬২ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৬১ কিলোমিটার এবং জেলা সড়ক ২৯১ কিলোমিটার।


এ বিভাগের অন্যান্য সংবাদ