যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে এখন পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে কয়েক লাখ মানুষ। এছাড়া ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও তুষারপাত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হেনেছে। প্রবল বাতাসে অঙ্গরাজ্যটির অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে যায় গাছপালা। সেখানে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে তিন লাখের বেশি মানুষ। ঝড়ে পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে।
টর্নেডোর পরও অঙ্গরাজ্যটিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে টেক্সাসের ডালাস বিমানবন্দরে বাতিল করা হয়েছে প্রায় চারশ’ ফ্লাইট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, দুটি টর্নেডো শুক্রবার তার রাজ্যের পশ্চিম অংশে আঘাত হানে। এতে তার রাজ্যে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে আরো কয়েকটি রাজ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। টর্নেডার প্রভাব পড়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন ও গাড়ি।
মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা পবর্তমালায় শুক্রবার সাম্প্রতিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃষ্টি ও তুষারপাত রেকর্ড করা হয়েছে।