শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান ভুল তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে আর্থিক কাঠামো আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: পিপি ফারুকী চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের ভারতে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আমদানিতে নিষেধাজ্ঞা উঠল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নবি অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি টানা দ্বিতীয়বার ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়নি এমবাপ্পেকে বাংলাদেশ-ভারত টেস্টের জন্য ডিমেরিট পয়েন্ট পেল কানপুর একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে ১৮শ’ টন আলু আমদানি আমদানি বাড়ায় সবজির দাম কমেছে

যুক্তরাষ্ট্রে বসবাসে আগ্রহী গোটাবায়া রাজাপাকসে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৯, ২০২২
যুক্তরাষ্ট্রে বসবাসে আগ্রহী গোটাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান। এজন্য গ্রিন কার্ড পেতে তৎপরতাও শুরু করেছেন তিনি।

শ্রীলঙ্কার জাতীয় দৈনিক ডেইলি মিরর এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে। দেশটির সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গোটাবায়ার আইনজীবীরা ইতোমধ্যে গ্রিনকার্ডের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহসহ যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে।

বর্তমানে স্ত্রীসহ থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন গোতাবায়া। দেশটিতে চলতি নভেম্বর পর্যন্ত থাকার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করে শ্রীলঙ্কায় ফিরবেন বলে ঠিক করেছেন তিনি। আগামী ২৫শে আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।

সরকারি সূত্র বলেছে, গত মাস থেকেই যুক্তরাষ্ট্রে গোটাবায়া রাজাপাকসের আইনজীবীরা গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করেন। গোতাবায়ার স্ত্রী আইয়োমা রাজাপাকসে মার্কিন নাগরিক। স্ত্রীর সূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার যোগ্যতা রয়েছে তার।

গোটাবায়ার নিজেরও একসময় মার্কিন নাগরিকত্ব ছিল; কিন্তু ২০১৯ সালের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা শুরু করার আগে সেই নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। কারণ, দেশটির আইনে দুই দেশের নাগরিকের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুমতি নেই।

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় ফিরে আসার সিদ্ধান্ত নেন গোটাবায়া রাজাপাকসে। পত্রিকাটি আরও জানিয়েছে, থাইল্যান্ডে গিয়ে গোটাবায়া মুক্তভাবে ঘোরাফেরা করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত সংকট দেখিয়ে থাইল্যান্ড সরকার তাকে বাইরে যেতে নিষেধ করেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ