বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৩, ২০২৪
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার লেবাননের দুটি গ্রামে হামলা চালায় তারা। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়ের মধ্যে যুদ্ধবিরতি হলেও কেউ যুদ্ধবিরতি কঠোরভাবে মানছে না। উভয় পক্ষই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় অন্তত ৯ জন লেবানিজ নিহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিহতের সংখ্যা ১১ বলে উল্লেখ করেছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা কোনো বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশে হামলা চালায়নি, বরং হিজবুল্লাহর একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি, আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাই তারাও ইসরালের সেবা ফার্ম এলাকায় মর্টার হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান রয়েছে।

হিজবুল্লাহর মর্টার হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তারা বলেছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের কেউ হতাহত হয়নি। তবে হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘এর জবাব দেওয়া হবে।’

গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এ চুক্তির পর লেবানিজরা নিরাপদ থাকবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে উভয় পক্ষ হামলা চালাচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ