প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন করে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। অর্থনৈতিক সহযোগিতামূলক আর্ন্তজাতিক জোট ডি- এইট এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব বলেন তিনি। অর্থনৈতিক ধাক্কা সামলাতে পাঁচদফা প্রস্তাবনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উন্নয়নশীল ৮টি দেশের অর্থনৈতিক সহযোগিতামূলক জোট ডি-এইটের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডি-এইটের মন্ত্রিপর্যায়ের ২০তম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্ব এমনিতেই সংকটময় পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। তার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে দেয়া নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী জ্বালানী, খাদ্য, সার এবং পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। বিশ্ব নেতাদের এ বিষয়ে দৃষ্টি দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অপার সম্ভাবনা যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তাহলে একটি অর্থনৈতিক ব্লক হিসেবে শক্তি বৃদ্ধি পাবে।’
সরকার প্রধান বলেন, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তুরস্কের মত অন্তর্ভুক্ত ডি-৮ দেশগুলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে শুনে তিনি আনন্দিত।
দেশে আন্তর্জাতিক বানিজ্য গড়ে উঠার ভালো পরিবেশ আছে জানিয়ে প্রধানমন্ত্রী ডি এইট ভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।