বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন

‘যুদ্ধ বিশ্বকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে’

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৭, ২০২২
‘যুদ্ধ বিশ্বকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন করে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। অর্থনৈতিক সহযোগিতামূলক আর্ন্তজাতিক জোট ডি- এইট এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব বলেন তিনি। অর্থনৈতিক ধাক্কা সামলাতে পাঁচদফা প্রস্তাবনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নয়নশীল ৮টি দেশের অর্থনৈতিক সহযোগিতামূলক জোট ডি-এইটের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডি-এইটের মন্ত্রিপর্যায়ের ২০তম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্ব এমনিতেই সংকটময় পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। তার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে দেয়া নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী জ্বালানী, খাদ্য, সার এবং পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। বিশ্ব নেতাদের এ বিষয়ে দৃষ্টি দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অপার সম্ভাবনা যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তাহলে একটি অর্থনৈতিক ব্লক হিসেবে শক্তি বৃদ্ধি পাবে।’
সরকার প্রধান বলেন, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তুরস্কের মত অন্তর্ভুক্ত ডি-৮ দেশগুলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে শুনে তিনি আনন্দিত।

দেশে আন্তর্জাতিক বানিজ্য গড়ে উঠার ভালো পরিবেশ আছে জানিয়ে প্রধানমন্ত্রী ডি এইট ভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ