অনূর্ধ্ব ১৯ যুব এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে গ্র“প পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় নেপালের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ যুব দল।
টস হেরে ব্যাট করে নেপাল যুব দল অলআউট হয় মাত্র ১৪১ রানে। ওপেনার আকাশ ত্রিপাঠি সর্বোচ্চ ৪৩ রান করেন। বাংলাদেশ যুব দলের আল ফাহাদ, ইকবাল হোসেন ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৪ বলেই জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
অধিনায়ক আজিজুল হাকিম ও জাওয়াদ আবরারের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ দল সহজ জয় পায়। জাওয়াদ সর্বোচ্চ ৫৯ রান করেন। আর আজিজুল করেন ৫২ রান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ যুব দল।