শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

রংপুরের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা

স্পোর্টস ডেস্ক
আপডেট : জানুয়ারি ৭, ২০২৫
রংপুরের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা

সিলেটে বিপিএলের প্রথম দিনে রান দেখেছে দর্শকরা। দুই ম্যাচেই এসেছে রান। তবে, দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যাট হাতে মুখ থুবড়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬.৩ ওভারে অলআউট হয় ১১১ রানে।

ব্যাটিংয়ে শুরুটা অবশ্য বেশ ঝড়ো গতিতে শুরু করে ঢাকা। ৩.১ ওভারে ওপেনিং জুটিতে আসে ২৮ রান। ১২ বলে ১৪ রান করে হাবিবুর রহমাব বিদায় নেন আকিব জাভেদের বলে বোল্ড হয়ে। আরেক ওপেনার জেসন রয় ১২ বলে ১৮ করে ভয়ংকর হওয়ার ইঙ্গিত দিলে তাকে বোল্ড করেন শেখ মেহেদি। তানজিদ তামিমও সাজঘরে ফেরেন ইফতিখার আহমেদের বলে বোল্ড হয়ে। তানজিদের ব্যাট থেকে আসে ১৬ বলে ২০ রান।

এরপর মিডল অর্ডারে শুরু হয় আসা যাওয়ার মিছিল। চলতি বিপিএলে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে ব্যর্থ হন সাব্বির রহমান। সাত বলে মোটে তিন রান করেন তিনি। লিটন দাসের ব্যাটও হাসেনি। থামে ১৩ বলে ৯ রানে। এবারের আসরেই ঝড়ো সেঞ্চুরি করা ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা হতাশ করেন এদিন। খুশদিল শাহর মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ তুলে দেন ইফতিখারের হাতে।

মিডল অর্ডারের ব্যর্থতার রেশ বজায় থাকে শেষ দিকেও। কোনোমতে দলের সংগ্রহ শতরান পার করায় লোয়ার অর্ডার। আলাউদ্দিব বাবু ১৬ বলে ১৬ রান করে বড় লজ্জার হাত থেকে বাঁচান ঢাকাকে।

রংপুরের পক্ষে নাহিদ রানা তিনটি এবং খুশদিল ও জাভেদ দুটি করে উইকেট নেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ