অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রংপুর বিভাগে চলছে দুদিনের পরিবহন ধর্মঘট। জেলা মোটর মালিক সমিতির ডাকে আজ শুক্রবার (২৮শে অক্টোবর) সকাল থেকে বিভাগের সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। আগামীকাল শনিবার (২৯শে অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রংপুর কলেজ রোড কুড়িগ্রাম বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মডার্ন মোড় ও সাতমাথা এলাকায় যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। একই চিত্র বিভাগের অন্য জেলাগুলোতেও।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক জানান, ‘রংপুর-কুড়িগ্রাম রোডে প্রশাসনিক হয়রানি এবং মহাসড়কে ভটভটি, নছিমন, করিমনসহ লাইসেন্সবিহীন বাহন বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিএনপির সমাবেশ ঘিরে নয়।’
তবে স্থানীয় বিএনপি’র অভিযোগ, শনিবার রংপুরে হতে যাওয়া দলটির বিভাগীয় সমাবেশে বাধা দিতেই এই ধর্মঘট।