সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য সহযোগিতার আহ্বান আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না: সিইসি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ধার্য ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’ দেশে চাহিদার বিপরীতে ২ শতাংশ চিনিও উৎপাদন হচ্ছে না কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: শফিকুল আলম ২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

রণবীর ৩৮৮ আর আলিয়া ৮৬ কোটি টাকার মালিক

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১২, ২০২২

১৪ এপ্রিল সেই বিশেষ দিন। এদিনই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর ও আলিয়া। মুম্বাইতে রণবীরের পৈতৃক ভিটায় অত্যন্ত আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হবে সেই বিয়ে।

এখানেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীরের মা–বাবা, অর্থাৎ নীতু ও ঋষি কাপুর। ১৩ এপ্রিল হবে মেহেদির অনুষ্ঠান। ১৩ থেকে ১৭ এপ্রিল হবে বিয়ের নানান আচার-অনুষ্ঠান। ৪৫০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

আলিয়া ভাটের মোট সম্পদের পরিমাণ ১০ মিলিয়ন ডলার বা ৮৬ কোটি টাকা। অন্যদিকে রণবীর ৩৮৮ কোটি টাকার (৪৫ মিলিয়ন ডলার) মালিক।

শোনা যাচ্ছে, আলিয়া সব্যসাচী মুখার্জীর নকশা করা লেহেঙ্গায় কনের বেশে নিজেকে সাজিয়ে তুলবেন। তবে বিয়ের অন্যান্য অনুষ্ঠানে পরবেন মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। বিয়ের দিন তাঁর গলায় দেখা যাবে শাশুড়ি নীতু কাপুরের নেকলেস। কাপুর পরিবারে হবু বউদের বিয়ের দিন শাশুড়ির অলংকার পরার প্রথা আছে। এ ছাড়া বিয়ের দিন আলিয়াকে সোনার ওপর পান্নাখচিত অলংকারে দেখা যাবে

বিয়ের সমস্ত আয়োজনে মিল করে পোশাক পরবেন আলিয়া ও রণবীর। বিয়ের পর আলিয়া আর রণবীর এক গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করবেন। মুম্বাইয়ের সান্তা ক্রুজের গ্র্যান্ড হায়াত পাঁচতারা হোটেলে এই আয়োজন হবে। সেটি হবে একঝাঁক নিমন্ত্রিত বলিউড তারকার মিলনমেলা

বিয়ের পরের গ্র্যান্ড রিসিপশনের রাতে হাজির থাকবেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, মনীশ মালহোত্রা, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, আয়ান মুখার্জী, সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে

আলিয়া আর রণবীরের বিয়ের দিন দেশ-বিদেশের নানা কুইজিনের ব্যবস্থা করা হচ্ছে। ইতালিয়ান, মেক্সিকান, চাইনিজ, থাই, পাঞ্জাবি, মোগলাই, আফগানিসহ আরও নানা পদের খাবার। কেবল ‘ফুড কাউন্টার’–ই থাকবে ৫০টির বেশি। এদিকে কাপুর পরিবারের হবু বউ আলিয়া ‘ভেগান’। তাই ভেগানদের কথা মাথায় রেখে শুধু ভেগান আর নিরামিষাশীদের জন্য থাকবে ২৫টি বিশেষ কাউন্টার

২০১৮ সালের মে মাসে সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন এ জুটি। এভাবেই নিজেদের সম্পর্ককে ‘অফিশিয়াল’ করেছিলেন তাঁরা। এর আগে দুজনই একাধিক প্রেম করেছেন। আলিয়ার প্রাক্তন প্রেমিকের তালিকায় আছেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে রণবীরের ‘এক্স’রা হলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ।

আলিয়া বলেন, ছোটবেলা থেকেই রণবীর তাঁর ক্রাশ। মনে মনে অনেক আগেই তিনি রণবীরকে বিয়ে করেছেন। এগুলো কেবলই আনুষ্ঠানিকতা।

লকডাউনের পুরোটা সময় আলিয়া ছিলেন রণবীরের সঙ্গে, এক ছাদের নিচে। ২৯ বছর বয়সী আলিয়া রণবীরের ১০ বছরের ছোট।

আর মাত্র তিন দিনের অপেক্ষা। এরপরই বিশ্ব দেখবে ‘মিস্টার অ্যান্ড মিসেস’ রণবীর–আলিয়াকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হানিমুনে যাওয়ার সময় নেই কারও। দুজনই হাতের কাজ সেরে সময় করে ছুটি নিয়ে তবেই উড়াল দেবেন হানিমুনে।


এ বিভাগের অন্যান্য সংবাদ