শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

রপ্তানি ও প্রবাসী আয় কমেছে ফেব্রুয়ারি মাসে

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৫, ২০২৩
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৫৩.৫৪ শতাংশ বেড়েছে

দেশে মার্কিন ডলার আসার প্রধান দুই উৎস রপ্তানি আয় ও প্রবাসী আয়- দুটোই ফেব্রুয়ারি মাসে কমেছে। জানুয়ারিতে প্রবাসী আয় বাড়লেও ফেব্রুয়ারিতে কমেছে প্রায় ২০ শতাংশ। আর টানা তিন মাস ৫০০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হলেও গত মাসে প্রায় ৫০ কোটি ডলার কম হয়েছে। রপ্তানী আয় বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণসহ বিদেশে দেশীয় পণ্যের প্রচারণা বাড়নোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় দেশে আনতে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

গত নভেম্বর থেকে এ বছর জানুয়ারি মাস পর্যন্ত টানা তিন মাস প্রবাসী আয় ও রপ্তানী আয় বাড়ছিল। এতে দুই মাস ধরে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভও ছিল স্থিতিশীল। তবে, ফেব্রুয়ারি মাসে এই দুই আয় আগের মাসগুলোর চেয়ে কমেছে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে ৫১৩ কোটি ৬২ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে ৪৬৩ কোটি ডলারের পণ্য। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে প্রায় ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি কমেছে।

রপ্তানী আয় বাড়াতে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতগুলোকে দেশীয় পণ্যের প্রচারণা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয়ও নি¤œমুখি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। জানুয়ারি মাসে ছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। সে হিসেবে ফেব্রুয়ারিতে কমেছে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার। এক মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় কমার হার প্রায় ২০ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক বিদেশে যাচ্ছেন। সে পরিমাণ বৈদেশিক আয় বৈধ পথে দেশে পাঠাচ্ছেন না তারা। রপ্তানী ও প্রবাসী আয় বাড়াতে সরকারকে আরো মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর

গ্রাফিক্স

প্রবাসী আয়ের চিত্র

মাস প্রবাসী আয় (মার্কিন ডলার)

নভেম্বর ‘২২ ১৫৯ কোটি ৪৭ লাখ

ডিসেম্বর ‘২২ ১৬৯ কোটি ৯৭ লাখ

জানুয়ারি ‘২৩ ১৯৫ কোটি ৮৮ লাখ

ফেব্রুয়ারি ‘২৩ ১৫৬ কোটি ১২ লাখ

*প্রবাসী আয় কমেছে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার

সূত্র: বাংলাদেশ ব্যাংক

রপ্তানি আয়ের চিত্র

মাস রপ্তানি আয় (মার্কিন ডলার)

নভেম্বর ‘২২ ৫০৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার

ডিসেম্বর ‘২২ ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার

জানুয়ারি ‘২৩ ৫১৩ কোটি ৬২ লাখ

ফেব্রুয়ারি ‘২৩ ৪৬৩ কোটি ৮০ লাখ

*রপ্তানি আয় কমেছে ৪৯ কোটি ৮২ লাখ ডলার¬

সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো


এ বিভাগের অন্যান্য সংবাদ