রমজানের আগে নির্বাচনের ব্যাপারে সবাই একমত: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘আমার মনে হয়, রমজানের আগে নির্বাচনের ব্যাপারে সবারই একটা ঐকমত্য আছে। সেই জায়গাতে কোথাও দ্বিমত আছে বলে আমার মনে হয় না। এই সিদ্ধান্তে জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত। সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে।’

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচতি সরকারের জন্য যেকোনো কাজ করা সহজ হয় মন্তব্য করে আমীর খসরু বলেন, বিএনপিকে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবো। আপনারা লক্ষ্য করেছেন, জাতীয় স্বার্থে যে জায়গাতে ঐকমত্যের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো দেখা দিচ্ছে, সেখানেও আমাদের কিন্তু একমতের প্রয়োজন আছে। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সঙ্গে করছে।’

তিনি বলেন, ‘বিএনপি মনে করে ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। একে অপরের প্রতি সহনশীলতা, কেউ ভিন্নমত পোষণ করলেও তার প্রতিও সম্মান দেখানো। এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আর নির্বাচনের জন্য তো একটু ধৈর্য ধরতে হবে। অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না জাতিকে। একটু সহনশীল হতে হবে। আমরা একেবারে আস্থাহীন হয়ে পড়লে হবে না। অস্থিরতা কোনো জাতির জন্য ভালো না। জাতি গণতান্ত্রিক পথে যাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।’

আন্তর্জাতি পরিস্থিরি সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ ও খেলাধূলাসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

রমজানের আগে নির্বাচনের ব্যাপারে সবাই একমত: আমীর খসরু

আপডেট সময় : ০৩:৪৫:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘আমার মনে হয়, রমজানের আগে নির্বাচনের ব্যাপারে সবারই একটা ঐকমত্য আছে। সেই জায়গাতে কোথাও দ্বিমত আছে বলে আমার মনে হয় না। এই সিদ্ধান্তে জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত। সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে।’

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচতি সরকারের জন্য যেকোনো কাজ করা সহজ হয় মন্তব্য করে আমীর খসরু বলেন, বিএনপিকে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবো। আপনারা লক্ষ্য করেছেন, জাতীয় স্বার্থে যে জায়গাতে ঐকমত্যের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো দেখা দিচ্ছে, সেখানেও আমাদের কিন্তু একমতের প্রয়োজন আছে। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সঙ্গে করছে।’

তিনি বলেন, ‘বিএনপি মনে করে ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। একে অপরের প্রতি সহনশীলতা, কেউ ভিন্নমত পোষণ করলেও তার প্রতিও সম্মান দেখানো। এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আর নির্বাচনের জন্য তো একটু ধৈর্য ধরতে হবে। অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না জাতিকে। একটু সহনশীল হতে হবে। আমরা একেবারে আস্থাহীন হয়ে পড়লে হবে না। অস্থিরতা কোনো জাতির জন্য ভালো না। জাতি গণতান্ত্রিক পথে যাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।’

আন্তর্জাতি পরিস্থিরি সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ ও খেলাধূলাসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।