বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার থেকে রোজা শুরু হচ্ছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতেই তারাবিহর নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহেরি খেয়ে রবিবার রোজা রাখা শুরু করেছেন।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস রমজান। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্যাপন করেন মুসলমানরা।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
শুক্রবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে সৌদি আরবসহ কিছু দেশের মুসল্লিরা রোজা রাখা শুরু করেছেন।