আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আচমকা পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ এবং বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা তাদের সঙ্গে কাজ করতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা।
খোদ মিসবাহ এই চাঞ্চল্যকর তথ্য দিলেন। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রমিজ ভাই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই পদে আসীন হয়েছিলেন। তাই আমরা সম্মান নিয়ে পদত্যাগ করেছিলাম। তবে তার ও আমাদের মাঝে কোনও মতপার্থক্য ছিল না।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘দেখুন, পিসিবির আগের ম্যানেজমেন্ট তাদের উদ্দেশ্য পূরণে আমাদের নিয়োগ দিয়েছিল। আমরা একসঙ্গে কাজ করেছিলাম। রমিজ ভাই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে কাজ করতে চাননি। তাই আমরা পদত্যাগের চিন্তা করেছিলাম।’
পিসিব চেয়ারম্যানের বর্তমান কার্যকলাপ সম্পর্কেও নিজের মতামত দেন মিসবাহ। তিনি বলেন, ‘আমি মনে করি, রমিজ ভাই এখনকার ক্রিকেটারদের সমস্যাগুলো বোঝেন। দীর্ঘদিন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। পিসিবি কার্যালয়ে তিনিই আমার চেয়ে ভালো কাজ করতে পারেন।’