কোনভাবেই কমছেনা ডায়রিয়ার প্রকোপ। সপ্তাহের ব্যবধানে গড়ে রোগী বেড়েছে ২শ’র মতো। গেলো দিনে রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে ১৪’শ ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ। গত সপ্তাহে এই সংখ্যা ছিলো ১২শ’র ঘরে। তবে অনেক রোগী চিকিৎসা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরছেন।
ইফতারে অস্বাস্থ্যকর খাবার আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আতংকিত না হয়ে সচেতন হওয়ার তাগিদ দিলেন তারা। রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতাল। মার্চের শেষ সপ্তাহ থেকেই বাড়তে থাকে ডায়রিয়া রোগীর চাপ। এপ্রিলে এসে প্রতিদিন গড়ে রোগী বেড়েছে ২০০’র মতো।
রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, মোহাম্মদপুর এলাকায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি। ইফতারে অস্বাস্থ্যকর খাবার আর বিশুদ্ধ পানির অভাবে পরিস্থিতি অনেকটাই বেগতিক।
চলতি মাসের প্রথম সপ্তাহেই আইসিডিডিআরবিতে চিকিৎসা নিয়েছে সাড়ে ৯ হাজার রোগী। পরিস্থিতি এখন মহামারী পর্যায়ে যায়নি উল্লেখ করে আইসিডিডিআরবির জেষ্ঠ্য চিকিৎসক এস এম রফিকুল ইসলাম বলেছেন, আতংকিত না হয়ে সচেতন হতে হবে। আইসিডিডিআরবি ছাড়াও রাজধানীর প্রায় সব হাসপাতালেই দেয়া হচ্ছে ডায়রিয়ার প্রাথমিক চিকিৎসা।