শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

রাজধানীতে দিনভর ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মে ২৭, ২০২৪
রাজধানীতে দিনভর ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

রাজধানী ঢাকায় সারাদিনে ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ (সোমবার, ২৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর রাজধানীতে দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।

এর আগে বিকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। হিসেব অনুযায়ী এটি অতি ভারি বৃষ্টিপাত। যেখানে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭০ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। দিনশেষে এটি ১৪৩ মিলিমিটার দাঁড়ায়।

ভারি বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, বাড্ডা, পুরান ঢাকা ও তেজগাঁওসহ অন্যান্য এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। সকাল থেকেই এর প্রভাব পড়ে কর্মজীবী নগরবাসীর ওপর। কিছু কিছু এলাকার সড়ক দিনভর হাঁটু সমান পানিতে ছিল নিমজ্জিত।

তবে এই জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটি করপোরেশন থেকেই ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়। যদিও সন্ধ্যা অবধি অধিকাংশ এলাকায় সড়কে দেখা যায় জমে থাকা বৃষ্টির পানি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৩০০ পরিচ্ছন্নতা কর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম কাজ করেছে। ডিএনসিসির হটলাইন নম্বরের মাধ্যমে প্রাপ্ত ৯৪টি স্পটের পানি অপসারণ করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। সংস্থাটি জানায়, জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কাজ করছে ডিএসসিসির ৯১টি দল। করপোরেশনের আওতাধীন এলাকায় কোথাও বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ মে) সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ