রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫১টি অস্ত্র ও ১৩ হাজার ৮৭০ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ও ৭ আগস্ট দিবাগত রাতে মোহাম্মদপুর, আদাবর, শের-এ বাংলা নগর, ধানমন্ডি, হাজারিবাগ, মহাখালী, তেজগাঁও এলাকায় ব্যাপক ডাকাতির কারণে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এবং ৩৫১ টি অস্ত্র ও ১৩ হাজার ৮৭০ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়।
জনমনে শান্তি ফেরাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
সরকার পতনের সুযোগে একদল দুষ্কৃতকারী রাজধানীর বিভিন্ন থানায় হামলা চালিয়ে পুলিশের বিপুল অস্ত্র লুট করে। ধারণা করা হচ্ছে, এই অস্ত্র ব্যবহার করেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির চেষ্টা করা হচ্ছে।